দেশকে বিশ্বকাপ উপহার দিয়েই টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের

বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

ফাইনাল ম্যাচে ধৈর্য রেখে ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি। শেষ পর্যন্ত ওই ইনিংস ভারতকে বড় স্কোরে দাঁড় করিয়ে দেয়। কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বলেন, ‘ এটাই ভারতীয় দলের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। জোর করে কোনও পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। সবাই জানত এর পরে কী হতে চলেছে। এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার। অসাধারণ সব ক্রিকেটার রয়েছে দলে। ওরাই দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে এবং দলকে আরও উঁচুতে তুলবে।’

ম্যাচের পর সাংবাদিক বৈঠক করে রোহিত বললেন, ‘এই টি-২০ বিশ্বকাপ খেতাব জয়ের জন্য আমি উদগ্রীব হয়ে ছিলাম। সেই সাফল্যটা শেষপর্যন্ত অর্জন করতে পেরে আমি খুব খুশি। বিদায় জানানোর জন্য এর থেকে ভালো সময় আর কিছু হতে পারে না।

‘ প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ জিতেই এই ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতের দুই তারকা ক্রিকেটার। টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট এবং একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

Related posts

বিশ্বকাপ নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-রাহুলরা

রোহিতদের জয়জয়কার, বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা সংসদের

১৩ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন ভারত, রুদ্ধশ্বাস টি-২০ ফাইনালে ৭ রানে জয়ী রোহিতরা