টি-২০ বিশ্বকাপ: সুপার-৮ পর্ব জয় দিয়ে শুরু করল ভারত

টি-২০ বিশ্বকাপের সুপার-৮ পর্ব জয় দিয়ে শুরু করল ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে ৪৭ রানে হারালেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে ভারত করে ৮ উইকেটে ১৮১ রান। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হল ২০ ওভারে ১৩৪ রানে।

প্রথম ইনিংসে ভারতের হয়ে ভালো খেললেন সূর্যকুমার যাদব ৫৩(২৮) , হার্দিক পাণ্ড্য ৩২(২৪)। আফগানিস্তানের-র হয়ে উল্লেখযোগ্য বোলিংয়ে নজর কেড়েছেন রশিদ খান (৪-২৬-৩) , ফজলহক ফারুকি (৪-৩৩-৩)।

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আফগান ইনিংস। আফগানিস্তানের হয়ে ব্যাটে জ্বলে ওঠার চেষ্টা করেন আমাতুল্লা ওমরজাই ২৬(২০) ,নাজবুল্লা জারদান ১৯(১৭). ভারতের বোলিংয়ে সেরা পারফরমেন্স জসপ্রীত বুমরাহ (৪-৭-৩) , আর্শদীপ সিং(৪-৩৬-৩)।

Related posts

বিশ্বকাপ নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে রোহিত-রাহুলরা

রোহিতদের জয়জয়কার, বিশ্বজয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা সংসদের

দেশকে বিশ্বকাপ উপহার দিয়েই টি-২০ থেকে অবসর বিরাট-রোহিতের