শপথ-জট! সায়ন্তিকা, রায়াত আজও ধর্নায়, রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের

নবনির্বাচিত দুই বিধায়ক ধরনায়। ছবি: রাজীব বসু

কলকাতা: উপনির্বাচনে জয়ী হওয়ার তিন সপ্তাহ পরেও বিধায়ক হিসেবে শপথ পাঠ করতে না পেরে বুধবার থেকে ধর্নায় বসছেন শাসকদলের নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। সূত্রের খবর, আজ, শুক্রবারেও তাঁরা ধর্নায় বসবেন। অন্য দিকে, বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতি, রাজ্যপালকেও চিঠি পাঠিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বরানগরের জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার তৃণমূল কংগ্রেস বিধায়ক রায়াত হোসেন সরকার চাইছেন বিধানসভায় অধ্যক্ষের কাছ থেকে শপথবাক্য পাঠ করতে। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস শপথের জন্য বুধবার তাঁদের ডেকে পাঠান রাজভবনে।

পাল্টা ওই দুই জয়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক বলছেন, বিধানসভাতেই তাঁরা শপথ নেবেন। তাই সেখানে আসুন রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নিজের সিদ্ধান্তে অনড়। বুধবার বিধানসভার সিঁড়িতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেছিলেন সায়ন্তিকারা। এদিন থেকে তাঁরা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্না শুরু করেছেন। শপথগ্রহণ না হওয়া পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

অন্য দিকে, বৃহস্পতিবার রাতেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি ও রজ্যপালকে। বিধানসভা সূত্রে খবর, কোনও জটিলতার মধ্যে না গিয়ে রাজ্যপালই যেন বিধানসভায় এসে দুই জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করান, এমনটাই চিঠিতে জানিয়েছেন স্পিকার। দিল্লি থেকে রাজ্যপালের ফেরার কথা শনি অথবা রবিবার। তিনি কলকাতায় ফিরলেই শপথ সংক্রান্ত জটিলতা কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

ফের মুখ্যমন্ত্রী পদে বসছেন হেমন্ত সরেন

গেস্ট হাউসের ঘরে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য লেক গার্ডেন্সে

জেল থেকে ছাড়া পেলেন আরাবুল, ‘হঠানো’ নিয়ে কথা বলবেন এক সপ্তাহ পর