স্পিকার নির্বাচনে বেনিয়ম, অভিযোগ বিরোধীদের

নয়াদিল্লি: বুধবার লোকসভার স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা। তবে বিরোধী শিবিরের একাধিক নেতার অভিযোগ, আদতে সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই বেআইনি ভাবে স্পিকার নির্বাচন হয়েছে।

প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল। লড়াই হয় এনডিএ প্রার্থী ওম বিড়লা এবং ইন্ডিয়া জোট প্রার্থী কে সুরেশের মধ্যে। ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী। লোকসভায় ২৯২ টি আসন পেয়েছে এনডিএ জোট। ইন্ডিয়া জোটের আসন সংখ্যা ২৩৪।

যদিও তৃণমূল সহ বিরোধী দলগুলির অভিযোগ, স্পিকার নির্বাচনে বুলডোজার চালিয়েছে বিজেপি। বিরোধী সাংসদদের অনেকেই ‘ডিভিশন’ বা ভোটভুটি চাইলেও প্রোটেম স্পিকার সেই দাবিকে মান্যতা দেননি।

Related posts

বিদেশ পাড়ি দিচ্ছে বাংলার আম, প্রস্তুতি শুরু মালদহে

বউবাজারের পর সল্টলেক! মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে মৃত যুবক, ধৃত ৩

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে প্রধান বিচারপতি চন্দ্রচূড়