জেল থেকে ছাড়া পেলেন আরাবুল, ‘হঠানো’ নিয়ে কথা বলবেন এক সপ্তাহ পর

কলকাতা: প্রায় পাঁচ মাসের মাথায় জেল থেকে মুক্তি পেলেন আরাবুল ইসলাম। জেল থেকে বেরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বুধবার দুপুর আড়াইটে নাগাদ জেল থেকে বেরোন আরাবুল। এরপর ফুল-মালা দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতা বরণ করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা।পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময়ে আইএসএফ কর্মীকে খুনের মামলায় জেলে ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে খুন-সহ ৯টি মামলা রুজু হয়েছিল। গতকাল, মঙ্গলবার হাইকোর্টে জামিন পান তিনি। আজ, বুধবার জেলমুক্তি হল তৃণমূল নেতার।

প্রসঙ্গত, জেলে থাকার সময়ই ভাঙড়-২ ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ খুইয়েছেন আরাবুল। এ দিন তিনি বলেন, ‘‘কেউ ভাঙড় কেড়ে নিতে পারে না। প্রশাসনে অনেক ব্যাপার আছে। কেউ কাউকে হটিয়ে দিতে পারে না। আমি নির্বাচিত প্রতিনিধি। পঞ্চায়েত সদস্যেরা আমায় ভোট দিয়েছেন। টোটাল বিষয়ে আমি এক সপ্তাহ পরে কথা বলব।’’

Related posts

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি

দিনভর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি, দক্ষিণবঙ্গের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই