চোপড়াকাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

চোপড়ায় যুবক ও যুবতীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তাঁর নাম তাজমুল। স্থানীয় এলাকায় জেসিবি নামে পরিচিত তিনি।

রবিবার মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন, প্রায় ২দিন আগে ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাজমুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। এরপরই তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারির পরে ‘জেসিবি’কে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়।

ইসলামপুর জেলা পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়, ‘‘চোপড়া থানা এলাকার এক মহিলাকে নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহল ভুল তথ্য ছড়াতে শুরু করেছিল। কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করে।’’

সূত্রের খবর, এ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। জানা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল নেতা হিসাবে পরিচিত। যদিও উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, ‘‘আমরা চাই জেসিবিকে গ্রেফতার করা হোক।’’ তার কয়েক ঘণ্টা পরেই গ্রেফতার হন এলাকার তৃণমূল নেতা জেসিবি।

Related posts

বোলপুরে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে পরকীয়া

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি