মালদহে মাছ ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার সিআইডি-র

মালদহ: গাজোলের ঘাকশোলের মৎস্য ব্যবসায়ী জয়প্রকাশ সাহা। রবিবার বেলা ১২টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছোয় সিআইডির একটি দল যায়। শুরু হয় তল্লাশি। তল্লাশিতে তাঁর বাড়ি থেকে কো‌টি টাকার বেশি উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত তল্লাশিতে উদ্ধার হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা। টাকা গুনতে আনা হয়েছে ব্যাঙ্কের মেশিন। চলছে টাকা গোনার কাজ। বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে বাহিনী। পুলিশ সুপার জানিয়েছেন, সার্বিক ভাবে সিআইডি-কে সাহায্য করছে পুলিশ।

বিপুল টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ওই মৎস্য ব্যবসায়ীর বাড়ির আশপাশে ভিড় অসংখ্য কৌতূহলী মানুষের। তবে ঠিক কী কারণে ওই মৎস্য ব্যবসায়ীর বাড়িতে সিআইডি তল্লাশি চালাল অথবা কোথা থেকে এল এত টাকা, সে সব নিয়ে ধোঁয়াশা রয়েছে।  

এ বিষয়ে সিআইডির তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জয়প্রকাশের বাড়িতেই তাঁকে জেরা চলছে। ব্যবসায়ীকে জেরা করে শুরু করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পান গোয়েন্দারা। একটি সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ছিল।

আরও পড়ুন: আপত্তিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়

Related posts

বোলপুরে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে পরকীয়া

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি