এ বার লোকসভা স্পিকার নির্বাচনেও ভোট, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম বার!

নয়াদিল্লি: অষ্টাদশতম লোকসভায় স্পিকার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী করা হয়েছে আট বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রাথমিক ভাবে জানিয়েছিলেন যে বিরোধীদের যদি ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়, তাহলে স্পিকার পদে নরেন্দ্র মোদী সরকারের প্রার্থীকে সমর্থন করা হবে। শেষপর্যন্ত সেটা হল না।

কংগ্রেসের কে সুরেশ বিরোধী জোটের স্পিকার প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন মঙ্গলবার। অন্য দিকে, ওম বিড়লাকেই প্রার্থী হিসাবে মনোনীত করেছে এনডিএ। কে সুরেশ যদি মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে বুধবার লোকসভার স্পিকার নির্বাচনের জন্য ভোট হবে।

আর তা যদি হয়, তবে সাম্প্রতিক অতীতে ভারতে এই প্রথম লোকসভায় ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করা হবে। কারণ ইতিহাস বলছে এতদিন সাধারণত লোকসভা স্পিকার নির্বাচিত হয়েছেন বিরোধিতা ছাড়াই। কিন্তু এ বার লোকসভার স্পিকার পদের জন্য শাসক দল এবং বিরোধীরা ঐকমত্য পৌঁছতে পারেনি।

Related posts

বোলপুরে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে পরকীয়া

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি