মেহতা বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

কলকাতা: বড়বাজারে ফের আগুন আতঙ্ক! মঙ্গলবার বিকেলে আচমকা বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন ধরে যায়। এলাকা কালো ধোঁয়াতে ছেয়ে যায়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চার তলার একটি ঘরে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১০টি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ওই বিল্ডিংয়ে রয়েছে ওষুধের বহু পাইকারি দোকান। আগুন থেকে যাতে বড় কোনও ক্ষতি না হয় সেকারণে নীচের দোকানগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বহুতলে নানা ধরনের দোকান রয়েছে। সেগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতেই এলাকাটি বেশ ঘিঞ্জি। আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়েছে সেখানে। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

কী কারণে আগুন লাগল, সেটা এখনো স্পষ্ট নয়। দমকলমন্ত্রী সুজিত বলেন, ‘‘আমরা ব্যবস্থা নিচ্ছি। যাঁরা, ব্যবসা করেন, তাঁদেরও সতর্ক হতে বলছি। এর আগে এখানে আগুন লেগেছিল। তার পর ছাড়পত্র দিয়েছিলাম। কারও রুজিতে বাধা দিতে চাই না। কিন্তু জীবন সকলের আগে। বাগড়ি মার্কেটে আগুন পরেও অনেক পদক্ষেপ করা হয়েছে।’’

Related posts

বোলপুরে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে পরকীয়া

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি