রাজ্যসভার শৃঙ্খলাভঙ্গ, সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন

নয়াদিল্লি: মঙ্গলবার বাকি অধিবেশনের জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ডেরেকের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় ক্রমাগত অশান্তি-বিক্ষোভ, সংসদের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন তৃণমূল সাংসদ।

এ দিন থেকেই সংসদে অনাস্থা প্রস্তাবের আলোচনা শুরু। রাজ্যসভার অধিবেশন শুরু হতেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সভাকক্ষ। ডেরেকের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, ধারাবাহিক ভাবে রাজ্যসভার কার্যাবলিতে বাধা দিচ্ছেন তৃণমূল সাংসদ। চেয়ারম্যানের অবমাননা করে রাজ্যসভার শৃঙ্খলাভঙ্গ করছেন।

এর পরই ধনখড় জানান, অসংসদীয় আচরণ ও চেয়ারের নির্দেশ অমান্য করার জন্য ডেরেক ও’ব্রায়েনকে সাসপেন্ড করা হচ্ছে। অধিবেশনের বাকি দিনগুলির জন্য তাঁকে সাসপেন্ড করা হল।

উল্লেখ্য, অধিবেশন শুরু হতে রাজ্যসভার চেয়াম্যানের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ ডেরেক। এর আগেও গত শুক্রবার তৃণমূল সাংসদকে সতর্ক করেছিলেন চেয়ারম্যান ধনখড়।

Related posts

বোলপুরে পুড়িয়ে মারার ঘটনায় নয়া মোড়, নেপথ্যে পরকীয়া

নিট ২০২৪: বিতর্কের মাঝেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ডাক্তারিতে ভর্তির কাউন্সেলিং

হাথরসকাণ্ডে “গভীরভাবে দুঃখিত” ভোলেবাবা, এল ভিডিও বিবৃতি