টুইট যুদ্ধে পিছু হঠলেন ধনখড়! মুখ্যমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে সম্প্রীতির বার্তা রাজ্যপালের

রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর টুইট যুদ্ধ যা সোমবার প্রায় বিস্ফোরণের আকার ধারণ করেছিল, শেষ পর্যন্ত সেই যুদ্ধে কী পিছু হঠলেন রাজ্যপাল জগদীপ ধনখড়! এদিন এই টুইট যুদ্ধের শেষে রাজ্যপালের একটি মেসেজ কে ঘিরে শুরু হয়েছে এই জল্পনা। রাজ্যের রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে এই টুইট যুদ্ধ শুরু করেও শেষ পর্যন্ত পিছু হঠলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

এদিন এই টুইট যুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটার হ্যান্ডেলে রাজ্যপালকে ব্লক করে দেওয়ার পর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়‌ের প্রতি তাঁর শ্রদ্ধা অটুট বলে জানিয়ে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেন রাজ্যপাল।

নিজের বক্তব্যে রাজ্যপাল লেখেন, সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে সংলাপ এবং সম্প্রীতিই হল, গণতন্ত্রের সারমর্ম এবং চেতনা। এটি সংবিধানের আদেশ। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার মাধ্যমেই এটা কার্যকর সম্ভব।

এখানেই শেষ নয়, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও লেখেন, “আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে।’’ এবং তাঁর এই বার্তা মূখ্যমন্ত্রী বিবেচনা করে দেখবেন বলেও আশা প্রকাশ করেছেন রাজ্যপাল।

Related posts

সমাজকর্মী মেধা পাটকরকে ৫ মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের

রাহুল গান্ধীর ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল লোকসভা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তারকেশ্বরে