প্রথম পাতা খবর বউবাজারের পর সল্টলেক! মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে মৃত যুবক, ধৃত ৩

বউবাজারের পর সল্টলেক! মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে মৃত যুবক, ধৃত ৩

19 views
A+A-
Reset

কলকাতা: বউবাজারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সল্টলেক সেক্টর ফাইভ। ফের মোবাইল চোর সন্দেহে পিটিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। শনিবার সকালে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলেনাইটের ঘটনা।

জানা যায়, মোবাইল চুরির সন্দেহে ওই যুবককে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম প্রসেন মণ্ডল (২২)। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এদিন ভোরবেলায় করুণাময়ীর কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে খবর যায় পুলিশের কাছে। বলা হয়, এক ব্যক্তি এক মৃত যুবককে নিয়ে এসেছে হাসপাতালে। খবর পাওয়া মাত্রই ছুটে যায় পুলিশ। যে ব্যক্তি ওই মৃত যুবককে হাসপাতালে নিয়ে এসেছিল তাঁকে আটক করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পরে আরও দু’জনকে আটক করা হয়। ধৃতদের নাম তপন সরকার, হরসিত সরকার ও শ্রীদাম মণ্ডল।

প্রসঙ্গত, শুক্রবার সকালে বউবাজারে তফশিলি জাতি ও উপজাতি ছাত্রদের উদয়ন হস্টেলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১৪ জন আবাসিককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.