প্রথম পাতা খবর আগামী দিনে ডাক্তার হতে চায়, মাধ্যমিকের যুগ্ম প্রথম দুই কৃতী ছাত্র

আগামী দিনে ডাক্তার হতে চায়, মাধ্যমিকের যুগ্ম প্রথম দুই কৃতী ছাত্র

55 views
A+A-
Reset

এ বছর মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। বাঁকুড়ার ছেলে অর্ণবের স্বপ্ন চিকিৎসক হওয়ার। প্রথম হওয়ার খবর শোনার পরই আনন্দ ও উচ্ছাস বাঁধ মানছে না তার।

বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। অর্ণব নিজে জানিয়েছে তার খুব ভালো লাগছে। বাড়িতে এই খবর পেয়ে সকলেই খুব খুশি। অর্ণব জানায়, পরীক্ষা দেওয়ার পর এটা জানতাম যে ফল ভালো আসবে, তবে এতটা ভাবেনি। অর্ণব বলেন, ‘‌মিশনের মহারাজ ও শিক্ষকরা খুব সাহায্য করেছেন পড়াশোনার ক্ষেত্রে। বেশিক্ষণ পড়াশোনা না করলেও যেটুকু পরতাম ভালো করে পড়তাম। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে।

অন্যদিকে, বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। বর্ধমানে এই ছাত্রের ফলাফলে গর্ববোধ করছেন জেলার মানুষজন। বাবা–মা তাকে ধরে আদর এবং মৃষ্টিমুখ করাচ্ছেন।

জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হওয়ার পিছনে রয়েছে বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান। এমনটাই বলছে রৌণক। রৌণকের কথায়, গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। সত্যজিৎ রায়ের ফেলুদা প্রিয় চরিত্র। ভালো লাগে ক্রিকেট, শিক্ষামূলক সিনেমাও। একইসঙ্গে রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয়। ‘‌আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। এই সাফল‍্যের পিছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের সাহায‍্যতেই এই সাফল‍্য এসেছে। মায়ের কাছ থেকে বারবার অনুপ্রেরণা পেয়েছি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.