প্রথম পাতা খবর ভোটের বাংলায় সংক্রমণ লাগামছাড়া, একদিনে করোনা আক্রান্ত ৪ হাজারের বেশি

ভোটের বাংলায় সংক্রমণ লাগামছাড়া, একদিনে করোনা আক্রান্ত ৪ হাজারের বেশি

222 views
A+A-
Reset

কলকাতা: ভোটের বাংলায় সংক্রমণ লাগামছাড়া। বাংলাতেও বিপজ্জনক আকার নিতে শুরু করেছে করোনার সংক্রমণ। শহর কলকাতায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে।  একদিনে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে মহামারী পরিস্থিতি।

 
শনিবার রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১২। হু হু করে বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে বাংলায় করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ২১,৩৬৬।


সংক্রমণ সবথেকে বেশি কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলায়। শনিবার বৃহত্তর কলকাতার একটি অংশে ছিল চতুর্থ দফার নির্বাচন। আর এদিনের রিপোর্ট জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই নতুন করে আক্রান্তের সংখ্যা ৯৯৭। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৮৮৭।

আরও পড়ুন: রক্ত ঝরিয়ে শেষ হল চতুর্থ দফা, বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৭৬.১৬ শতাংশ


করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যে, রাজ্যে তৈরি হয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক হাসপাতালে শেষ হয়ে গেছে করোনার ভ্যাকসিন। একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার ভ্যাকসিনেশন বন্ধ রেখেছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.