প্রথম পাতা খবর তিনটি কৃষি বিল প্রত্যাহার করা হোক, দাবি জানালেন মমতা

তিনটি কৃষি বিল প্রত্যাহার করা হোক, দাবি জানালেন মমতা

67 views
A+A-
Reset

ডেস্ক : নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন, রাকেশে বার্তা এমনটাই। কিন্তু বৈঠকের মাহাত্ম্য স্রেফ এতটুকুই নয়। বরং মুখ্যমন্ত্রীর কাছে রাকেশে টিকায়েত যে আর্জি রাখলেন, তাতে তিনি ভবিষ্যতে বিরোধী ঐক্যের সেতুবন্ধনের  চাণক্য হয়ে উঠলে অবাক হওয়ার থাকবে না। বৈঠকেই কৃষি বিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , কৃষক আন্দোলন নিয়ে অন্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলব। কৃষি বিল বাতিলের দাবি করেন তিনি।


রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কৃষক আন্দোলনের নেতৃত্ব। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত৷ রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠকের পর বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বললেন , ফসলের নূন্যতম দাম নিয়ে নতুন আইন আনা হোক৷

এদিন মমতা বলেন,  প্রথমদিন থেকে কৃষক আন্দোলনের পাশে আছি। আমাদের অনেক সাংসদ সমর্থন জানাতে সেখানে গিয়েছিলেন। কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি, এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মমতা। তিনি বলেছেন, ’’যত দিন দাবি আদায় না হল আন্দোলনকে সমর্থন করতে হবে।’’

আরও পড়ুন: ‘গদ্দার’ ডোমজুড়ে রাজীবের বিরুদ্ধে পড়ল পোস্টার


এর পাশাপাশি, সমস্ত বিরোধী রাজ্যগুলিতে এক হওয়ার বার্তা দিলেন মমতা। বললেন, ‘‘এক রাজ্যেকে বিজেপি আক্রমণ করলে, বাকি রাজ্যগুলিকে রুখে দাঁড়াতে হবে। দেশের গনতন্ত্র রক্ষা করতে, দেশের কৃষক, শ্রমিক, যুবদের বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। যারা বিজেপির পুরনো নেতা। তাঁরাও এই কাজে যোগ দিতে পারেন।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.