প্রথম পাতা খবর লক্ষ্য ২০২৪, বিরোধীদের এক ছাতার তলায় করতে আগামী সপ্তাহে দিল্লিতে মমতা, দেখা হতে পারে সনিয়ার সঙ্গে

লক্ষ্য ২০২৪, বিরোধীদের এক ছাতার তলায় করতে আগামী সপ্তাহে দিল্লিতে মমতা, দেখা হতে পারে সনিয়ার সঙ্গে

66 views
A+A-
Reset

রাষ্ট্রপতি নির্বাচনের আগে রণকৌশল ঠিক করতেই সোনিয়া গান্ধী সহ সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা ঘিরেই চড়ছে রাজনৈতিক উত্তাপ।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে একজোট করতে অনেক আগে থেকেই প্রচেষ্টা শুরু করেছেন মমতা বন্দোপাধ্যায়। একাধিক সময়ে এই বিষয়ে তাঁর সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কথা হয়েছে৷ মোদী বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন তিনি। শুধু বার্তা দেওয়াই নয়, দিল্লিও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন মমতা বন্দোপাধ্যায়। আগামী মঙ্গলবার বিকেলে তিনি দিল্লি যেতে পারেন। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠকে তিনি অংশ নিতে পারেন।

আট রাজ্যের অবিজেপি মুখ্যমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়ক, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও, এম কে স্ট্যালিন, উদ্ভব ঠাকরে, হেমন্ত সোরেন এবং পঞ্চায়ের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। সোনিয়া গান্ধী, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি সহ মোট ২২ জন নেতাকে বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের আগ্রহ, এই নির্বাচন উপলক্ষে বিরোধীরা এক ছাতার তলায় আসতে চাইছে। যার মাধ্যমে আসলে ২০২৪ এর বিরোধী জোট গঠনের সলতে পাকানোর কাজ শুরু হয়ে যাবে।

আরও পড়ুন :

কলকাতায় আরো একটা মহিলা থানা

আর বরদাস্ত নয় এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে, হাওড়া নিয়ে কড়া বার্তা মমতার

কলকাতায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.