প্রথম পাতা খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন আরও প্রায় ১১ লক্ষ মহিলা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন আরও প্রায় ১১ লক্ষ মহিলা

59 views
A+A-
Reset

কলকাতা: সম্প্রতি শেষ হওয়া চলতি এপ্রিল মাসের দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার আবেদন। তার মধ্যে প্রায় ১০ লক্ষ ৩৯ হাজার আবেদন অনুমোদন পেয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

নতুন আবেদনকারীরা প্রকল্পের আওতায় চলে এলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হতে চলেছে ১ কোটি ৯৮ লক্ষ। এই পর্যায়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, নদিয়া এবং হুগলি জেলার বেশি মহিলা আবেদন জানিয়েছেন।

জানা গিয়েছে, ২৬ এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নতুন প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ সাহায্য পাঠাবেন। এর ফলে এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৩ হাজার ২০০ কোটি টাকা।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃতীয়বার ক্ষমতায় এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি উপভোক্তারা প্রতি মাসে ১ হাজার টাকা করে পান। অন্যরা পান ৫০০ টাকা করে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.