প্রথম পাতা খবর শনি-রবিতে হাওড়া-তারকেশ্বর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

শনি-রবিতে হাওড়া-তারকেশ্বর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

77 views
A+A-
Reset

কলকাতা: কাজ চলবে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে। বন্ধ থাকবে পাওয়ার। সে কারণে হাওড়া-তারকেশ্বর রুটে একাধিক ট্রেন বাতিল হয়েছে শনিবার ও রবিবার।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। যাত্রী দুর্ভোগ কমাতে সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

শনিবার হাওড়া থেকে বাতিল থাকবে: আপ ৩৭৩৪৯, ৩৭৩৫১, ৩৭৩৭৯ লোকাল। এ দিন গোঘাট থেকে বাতিল থাকবে: ডাউন ৩৭৩৭৮ লোকাল।

রবিবার হাওড়া থেকে বাতিল থাকবে: আপ ৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩১৯, ৩৭৩২১, ৩৭৩২৩, ৩৭৩৫৯, ৩৭৩৬১, ৩৭৩৬৩, ৩৭৩৭১, ৩৭৩৭৩, ৩৭৩৭৫ লোকাল।

রবিবার শেওড়াফুলি থেকে বাতিল থাকবে: ৩৭৪১১, ৩৭৪১৫ লোকাল। ওই দিন তারকেশ্বর থেকে বাতিল থাকবে: ৩৭৩১৩, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩২৪, ৩৭৩২৬, ৩৭৩২৮, ৩৭৩৩০, ৩৭৩৩২, ৩৭৪১২, ৩৭৪১৬ লোকাল। এ ছাড়াও আরামবাগ থেকে বাতিল থাকবে: ৩৭৩৬০, ৩৭৩৬২, ৩৭৩৬৪ লোকাল।

যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এই দুদিন তারকেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় একটি ট্রেন ছাড়বে। যা সিঙ্গুরে আসবে সকাল ৮টা ১০ মিনিটে। আরও একটি ট্রেন সকাল সকাল ১০টা তারকেশ্বর থেক ছড়ে সিঙ্গুরে আসবে ১০টা ৪০ মিনিটে। অন্যদিকে ট্রেন দুটি ফের তারকেশ্বরের উদ্দেশে ফিরে যাবে সকাল সাড়ে ৮টা ও সকাল ১১টায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.