প্রথম পাতা খবর ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করল ইসরো, উৎক্ষেপনকে সফল বলতে নারাজ চেয়ারম্যান

ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করল ইসরো, উৎক্ষেপনকে সফল বলতে নারাজ চেয়ারম্যান

65 views
A+A-
Reset

ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা থেকে আজ সকালে এই রকেট উৎক্ষেপণ হয়। উৎক্ষেপনের পরেই বিপত্তি। শেষ পর্যায়ে গিয়েই পৌঁছেই ডেটা লস ইসরোর ক্ষুদ্রতম রকেটের। দুটি উপগ্রহ রয়েছে রকেটটিতে। এই মুহূর্তে বিজ্ঞানীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্ষুদ্রতম রকেট মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছে ইসরো।

এদিনের সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী এবং প্রকৌশলীরা চিন্তায় ছিলেন, ১২০ টন ওজনের ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল দু’টি স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে প্রেরণ করতে পারবে কিনা তা নিয়ে। যদিও সফল ভাবেই সেই কাজ করেছে ছোট রকেট। এই রকেটে যে স্যাটেলাইট রয়েছে পৃথিবীর নিম্ন অক্ষে তা প্রদক্ষিণ করবে বলে জানানো হয়েছে। এর আগে এত ছোট রকেট কখনও লঞ্চ করা হয়নি ইসরো থেকে।

এসএসএলভি মহাকাশে নিয়ে গিয়েছে এওএস-২ এবং আজাদিস্যাট নামে দুটি উপগ্রহ। পৃথিবীর খুব কাছ থেকে তারা নানান তথ্য ও ছবি পাঠাবে। এর মধ্যে প্রথমটি হল ১৪৫ কেজির পরীক্ষামূলক ছবি পাঠানোর উপগ্রহ। খুব কম সময়ে এটি পৃথিবী প্রদক্ষিণ করবে। অন্যদিকে আজাদিস্যাটের ওজন মাত্র ৮ কেজি। এতে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫টি পৃথক অংশ রয়েছে, যার প্রতিটির ওজন ৫০ গ্রাম করে। এগুলি তৈরি করেছে দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকার ৭৫০টি স্কুলের ছাত্রীরা।

ইসরোর চেয়ারম্যান জানিয়েছেন শেষ মুহুর্তে বেশ কিছু তথ্য হারিয়ে যাওয়ায় চাপ রয়েছে। কাজেই এই উৎক্ষেপনকে এখনই সফল বলতে নারাজ তিনি। কাজেই এই উৎক্ষেপনকে এখনই সফল বলতে নারাজ তিনি। এর আগে চন্দ্রযান বিফলে গিয়েছে ইসরোর। সফল উৎক্ষেপনের পরেও ঠিক চাঁদের দক্ষিণ পিঠে অবতরণের শেষ মুহুর্তে কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল চন্দ্রযান। তারপরে আর তার হদিশ মেলেনি।

পড়ুন : মানব সভ্যতা সেদিন কেঁদেছিল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.