প্রথম পাতা খবর ৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

৪ মাসে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, এক ধাক্কায় বাড়ল প্রায় ৪০ শতাংশ

53 views
A+A-
Reset

দৈনিক সংক্রমণ ১২ হাজার ছাড়াল, এক ধাক্কায় সংক্রমণ বাড়ল প্রায় ৪০ শতাংশ। বেড়েই চলেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। ১০৯ দিনে এই প্রথম দেশের দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি শেষবার দেশের দৈনিক সংক্রমণ ১০ হাজারের কাছাকাছি দেখা গিয়েছিল। সব মিলিয়ে ফের একবার দেশজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ভীষণ ছোঁয়াচে এই ভাইরাস। সংক্রমণে লাগাম পরাতে নতুন করে করোনা বিধি ফেরানোর সওয়াল বিশেষজ্ঞদের একাংশের।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। দৈনিক সংক্রমণের আচমকা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে চিকিৎসক মহলে।  দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩২ লক্ষ ৫৭ হাজার ৭৩০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৫৮ হাজার ২১৫টি। একদিনেই তা বেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার। কোভিড গ্রাফ আচমকা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্যমন্ত্রকের কপালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৬২৪ জন৷

দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার ৭১২ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। ইতিমধ্যেই দেশের ১৯৫ কোটি ৬৭ লক্ষ ৩৭ হাজার ১৪ জনকে টিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রবেশ করবে বর্ষা, শহরে বৃষ্টির পূর্বাভাস

আগামী তিন মাস জাতীয় উদ্যান , অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা

মিড ডে মিল

২৬ জুন পর্যন্ত অনলাইনের পথে শহরের বেসরকারি স্কুলগুলো

আজ দিল্লিতে মমতার ডাকে বৈঠক, থাকছে বাম-কংগ্রেসের প্রতিনিধিরা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.