প্রথম পাতা খবর রেকর্ড: পাঁচ রাজ্যের ভোটে পরাজিত ৮ মুখ্যমন্ত্রী!

রেকর্ড: পাঁচ রাজ্যের ভোটে পরাজিত ৮ মুখ্যমন্ত্রী!

59 views
A+A-
Reset

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের মতো রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কৃষক আন্দোলন ও বিজেপির প্রভাব কতটা সেটা পরখ করার মঞ্চ ছিল এই ভোট। পাশাপাশি পশ্চিম ভারতের গোয়া এবং উত্তর-পূর্ব ভারতের মনিপুরেও বিজেপি ফের ক্ষমতা দখল করে কিনা সেটাও দেখার ছিল।

বৃহস্পতিবার ফলাফল যতই প্রকাশ্যে আসতে শুরু করল ততই বোঝা গেল ভারতের রাজনীতিতে ততটাই অর্থহীন হয়ে পড়ছে কংগ্রেস। বরং শতাব্দী প্রাচীন দলটিকে ছাপিয়ে দ্রুত এগিয়ে আসছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। পাঞ্জাবে কংগ্রেস ও বিজেপিকে ধরাশায়ী করে দিল্লির পর দ্বিতীয় রাজ্যে তাঁরাই ক্ষমতা দখল করল। আবার গোয়া রয়ে গেল কার্যত ত্রিশঙ্কু। কিন্তু দেশের বৃহত্তম জনসংখ্য়ার রাজ্য উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ও মনিপুরে জিতল সেই বিজেপিই। এই ভোটের ফলাফলে আরও একটা চাঞ্চল্যকর ব্যাপার সামনে এল, আটজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রেই হেরে গেলেন।

প্রথমেই আসা যাক পাঞ্জাবের ভোটের ফলাফলে। কৃষি প্রধান এই ছোট্ট রাজ্যে বিজেপি কোনও কালেই বড় ফ্যাক্টর নয়। বরং একদা তাঁদের সহযোগী শিরোমনি আকালি দল এই রাজ্যে বরাবরই প্রাধান্য পায়। কিন্তু সাম্প্রতিক কৃষক আন্দোলনের সময় প্রকাশ সিং বাদলের দল বিজেপির সঙ্গ ছেড়ে একাই লড়াই করে। কংগ্রেসও পাঞ্জাবে বড় শক্তি। কিন্তু সকলকে অবাক করে পঞ্চনদীর তিরে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করল আম আদমি পার্টি (আপ)। আর সবচেয়ে আশ্চর্ষের বিষয় হল এই রাজ্যের পাঁচজন প্রাক্তন মুখ্যমন্ত্রী আর প্রার্থীদের কাছে হারলেন। এরমধ্যে একজন আবার বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের চরনজিৎ সিং চন্নি। যিনি আবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করে দুটিতেই হেরেছেন। পাঞ্জাবের ভাদৌর ও চামকৌর সাহিব আসনে চন্নি ধরাশায়ী হয়েছেন আপ প্রার্থীদের কাছে।

অপরদিকে শিরোমনি আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল, তিনি পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার পাঞ্জাবের লাম্বি বিধানসভা কেন্দ্র থেকে হেরে গিয়েছেন বর্ষীয়ান এই নেতা। যা তাঁর গড় হিসেবেই পরিচিত। আপ প্রার্থীর কাছেই ধরাশায়ী হয়েছেন তিনি। প্রকাশ সিং বাদলের ছেলে সুখবির সিং বাদল, তিনিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারের নির্বাচনে জালালাবাদ আসনে আপ প্রার্থীর কাছে পরাজিত হলেন। সম্প্রতি কংগ্রেস ছেড়ে নিজের দল গঠন করেছিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চন্নির উত্তরসূরি ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনিও এবারের ভোটে পর্যুদস্ত হলেন আম আদমি পার্টির কাছে। এছাড়া পাঞ্জাবের আরও এক কংগ্রেসি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটে হেরেছেন এবার। তিনি পাঞ্জাবের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবার লেহরা আসনে ভোটে লড়ে হেরেছেন এই কংগ্রেস নেত্রী। সবমিলিয়ে আপ ঝড়ে পাঞ্জাবের পাঁচজন প্রাক্তন মুখ্যমন্ত্রী পরাস্ত হলেন ২০২২ বিধানসভা নির্বাচনে।

অপরদিকে উত্তরাখণ্ডে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাঁদের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোটে হারে গিয়েছেন। উত্তরাখণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি, এবার বিজেপির টিকিটে দাঁড়িয়েও ভোটে হারলেন কংগ্রেসের প্রার্থীর কাছে। অন্যজন বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, তিনিও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবারের ভোটে তিনি তাঁর কেন্দ্র বদলেও জিতলেন না। বিজেপি প্রার্থীর কাছে হেরে গিয়েছেন লালকুঁয়া আসন থেকে। অন্যদিকে গোয়ায় ভোটে হারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। তিনি এবার গোয়া বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। কিন্তু আম আদমি পার্টির প্রার্থীর কাছে পরাজয় স্বীকার করেছেন। সবমিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে হারলেন আটজন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.