প্রথম পাতা খবর দিল্লি পৌঁছেই শরদ পাওয়ারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি পৌঁছেই শরদ পাওয়ারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়

59 views
A+A-
Reset

দিল্লিতে পৌঁছেই পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতার। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী জোটের রণকৌশল ঠিক করতেই ৬ নম্বর জনপথ, শরদ পাওয়ারের বাড়িতে যান মমতা। বেশ খানিকক্ষণ থাকেন। কথা হয় দুজনের মধ্যে। তারপর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। সূত্রের খবর, বৈঠকে বসেন দুই নেতৃত্ব।

আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তার আগে দিল্লিতে নেমে আজই এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে বৈঠক সারলেন মমতা৷ মমতা পাওয়ার বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল ছড়িয়েছে৷

বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দেশের ২২ বিরোধী নেতাকে এক বৈঠকে আমন্ত্রণ করেছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার মমতার ডাকা বৈঠকে হাজির থাকবেন তাঁদের দলের তিন প্রতিনিধি৷ তৃণমূল সূত্রে খবর, দিল্লির ওই বৈঠকে যোগ দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্য়ালিন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।

আরও পড়ুন :

‘অগ্নিপথ’ প্রকল্পে সেনায় নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা, চার বছরের চাকরির পর মিলবে মোটা অঙ্কের ‘প্যাকেজ’

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন চলতি সপ্তাহে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.