প্রথম পাতা খবর ভোট পরবর্তী হিংসা, সিট কাজ করছে না সেটা জানি, মন্তব্য কলকাতা হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা, সিট কাজ করছে না সেটা জানি, মন্তব্য কলকাতা হাইকোর্টের

63 views
A+A-
Reset

ডেস্ক: ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল– খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো, গুরুতর ঘটনার ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। অন্যদিকে ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। এই মামলায়  ‘জেলায় জেলায় সিবিআই তৎপর হলেও, কোথায় গেল সিট’, প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীদের একাংশ। এবার সেই বিশেষ তদন্তকারী দল বা সিটের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। 


মঙ্গলবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘সিট যে কাজ করছে না, সেটা আমরা জানি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই মন্তব্যের কার্যত শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। মামলাকারীদের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় নতুন মামলার আর্জিও জানিয়েছেন। 

আরও পড়ুন: প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল, পাশের হার ১০০ শতাংশ


এরই প্রেক্ষিতে আজ মামলাকারীদের একাংশ প্রশ্ন তুলেছে, ভোট পরবর্তী সন্ত্রাস-তদন্তে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাচ্ছে সিবিআই। অথচ, রাজ্য পুলিশের কর্তাদের নিয়ে কেন SIT গঠিত হল না এখনও? এদিকে সিবিআইয়ের তদন্তকারীরা ইতিমধ্যেই বিভিন্ন জেলায় গিয়ে তদন্ত শুরু করেছে। তবে মামলাকারীদের দাবি সিট যাতে দ্রুত তদন্ত শুরু করে সেব্যাপারে আদালতের হস্তক্ষেপ চান তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.