প্রথম পাতা প্রবন্ধ পৃথিবীর বাইরে প্রায় তিনদিন থাকা প্রথম মহিলা

পৃথিবীর বাইরে প্রায় তিনদিন থাকা প্রথম মহিলা

64 views
A+A-
Reset

পঙ্কজ চট্টোপাধ্যায়

সে এক ইতিহাস।যা প্রায় অবিশ্বাস্য। একজন নারী এই পৃথিবীটাকে মহাশূন্যে থেকে প্রায় ৭১ ঘণ্টায় ৪৬ বার তার কক্ষপথ পরিক্রমণ করেছিলেন। সারা বিশ্ব অপরিসীম উৎকণ্ঠা নিয়ে সেদিন তাকিয়ে ছিল সেই রোমাঞ্চকর ঘটনার প্রতিটি মুহূর্তের দিকে।সে এক অবিশ্বাস্য ঘটনা।

১৯৬৩ সাল ৬ই জুন থেকে ১৬ জুন মানে আজ থেকে ৬০ বছর আগেকার দুনিয়ায় ঘটেছিল এই ঘটনাটি।

আর এই ঘটনার একমাত্র প্রধান মহানায়িকা ছিলেন এই বিশ্বের প্রথম একজন নারী—নাম ভ্যালেন্তিনা তেরেসকোভা।

রাশিয়ার বেলেশুতে ১৯৩৭ সালের ১৬মার্চ জন্মগ্রহণ করেছিলেন তিনি এক দরিদ্র পরিবারে।

ছোটবেলা থেকেই বহু লড়াইয়ের সাক্ষী ছিল তাঁর জীবন। সেখান থেকে ধীরে ধীরে এক শ্রেষ্ঠ জায়গাতে উঠে আসেন তিনি নিজের নিজস্বতায়।

১৯৬৩ সালের ১৩ই জুন থেকে ১৬ই জুন —এই তিনদিনে ভ্যালেন্তিনা তেরেসকোভা মহাকাশে ছিলেন ২ দিন ২২ ঘণ্টা ৫০ মিনিট। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর।

ভ্যালেন্তিনা পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে কাজে যুক্ত হয়েছিলেন। সেখানে কাজ করতে করতেই মহাকাশ বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ গবেষক হয়ে ওঠেন। পরবর্তী মহাকাশ অভিযানের নানা পরিকল্পনাতে তিনি যুক্ত ছিলেন। তিনি সোভিয়েতের বিভিন্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন।

২০০৪ সালের ৩ জুলাই ভ্যালেন্তিনা তেরেসকোভা মারা যান। থেকে যায় এই পৃথিবীটাকে পৃথিবীর বাইরে থেকে ৪৬ বার কক্ষপথের পরিক্রমণের এক অবিস্মরণীয় ইতিহাস। সেই অভিযানের নাম ছিল “ভোস্তক ৬” যার মহানায়িকা ছিলেন বিশ্বের প্রথম নারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। আজ ৬০ বছর আগেকার সেই ইতিহাসের সাক্ষী আমরা,এই আধুনিক বিশ্বের বাসিন্দারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.