প্রথম পাতা খবর বাজেটে অপরিবর্তিত কর কাঠামো, বাংলা, কেরল, তামিলনাড়ুতে নজর

বাজেটে অপরিবর্তিত কর কাঠামো, বাংলা, কেরল, তামিলনাড়ুতে নজর

260 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : অতিমারী আবহেও জোর ‘আত্মনির্ভরতা’-য়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ‘সংস্কারী বাজেটে’ অপরিবর্তিতই রইল কর পরিকাঠামো। এরই মধ্যে স্বস্তি পেলেন ৭৫ বছরের বেশি বয়সিরা। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, পঁচাত্তোরোর্ধ্ব পেনশনভোগীদের আর আয়কর জমা দিতে হবে না।

এ বারের বাজেটে নজর ছিল আয়কর ছাড়ের দিকে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে আয়করে ছাড়ে মত ছিল অর্থনীতিবিদদের একটা বড় অংশের। সেক্ষেত্রে রাজকোষে টান পড়ার প্রবল আশঙ্কা ছিল।

সোমবারের বাজেটে দেখা গেল রাজকোষে আর চাপ না বাড়ানোর সিদ্ধান্তই নিলেন অর্থমন্ত্রী। ছাড় পেলেন শুধু ৭৫ বছরের বেশি বয়সিরা। আর শেয়ার ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না কোনও নাগরিককেই।

আরও পড়ুন : ভোটের আগে বাংলার জন্য কল্পতরু নির্মলা, লালপেড়ে সাদা শাড়ি রবীন্দ্রনাথের কবিতায় বাঙালি আবেগ ছোঁয়ার চেষ্টা

এ দিন স্বাস্থ্য খাতে মোট ২ লক্ষ ৮৩ হাজার কোটি বরাদ্দ করেছে কেন্দ্র। এ মধ্যে কোভিড-১৯ প্রতিষেধকের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্র আরও দু’টি প্রতিষেধক ভারতের হাতে এসে পৌঁছবে বলে জানিয়েছেন সীতারমন।

অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২০-’২১ অর্থবর্ষে রাজস্বে ঘাটতি হয়েছে জিডিপির ৯.৫ শতাংশ। আগামী অর্থবর্ষে আর্থিক ঘাটতি জিডিপি-র ৬.৮ শতাংশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

২০২৫ সালের মধ্যে ৫ লক্ষ কোটির অর্থনীতি গড়ার যে ঘোষণা আগে করেছিল সরকার, সেই লক্ষ্য পূরণ করতে ২০২৫-’২৬ অর্থবর্ষে সেই ঘাটতি ৪.৫ শতাংশে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

২০২২ সালের ২২ মার্চ পর্যন্ত গৃহঋণে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলবে বলে জানানো হয়েছে। এ ছাড়াও পরিযায়ী শ্রমিকদের কম ভাড়ায় ঘরের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নজরে বাজেট…………

• স্টার্ট আপগুলিকে আরও একবছর কর ছাড়

• জিএসটি খাতে রেকর্ড টাকা সংগ্রহ হয়েছে, জিএসটি আদায় সরল করা হবে

• মোবাইল ফোনের যন্ত্রাংশে ২.৫ শতাংশ আমদানি শুল্ক, সোনা-রুপোয় আমদানি শুল্ক পর্যালোচনা

• সব স্তরের কর্মীরা ন্যূনতম মজুরি পাবেন। মহিলারাও এই সুবিধা পাবেন। নাইট শিফ্‌টে কাজ করতে পারবেন মহিলারা। তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

• চা শ্রমিকদের কল্যাণে বরাদ্দ ১ হাজার কোটি, বাংলা ও অসমের চা শ্রমিকরা উপকৃত হবেন, বিশেষ করে নারী ও শিশুরা

• সৈনিক স্কুল হবে পিপিপি মডেলে

• আদিবাসী এলাকায় ৭৫০ নয়া একলব্য মডেল স্কুল

• ৩৫ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ তফসিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের জন্য

• ১৫ হাজার স্কুলে বরাদ্দবৃদ্ধি। পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ

• লেহ্-তে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব

• জাতীয় অনুবাদ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যাতে সরকারি নথি সব প্রাদেশিক ভাষায় পড়া যায়

• মাছ ধরার জন্য ৫টি নতুন বন্দর

• বন্দর ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা

• জাপান থেকে জাহাজ এনে পুনর্নিমাণ করা হবে, তাতে দেড় লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ভর্তুকি দেওয়া হেব জাহাজ সংস্থাগুলিকে

• উজ্জ্বলা যোজনার আওতায় গরিব পরিবারে এলপিজি

• ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১৫ হাজার ৭০০ কোটি

• গ্রামীণ পরিকাঠামো তহবিলে ৪০ হাজার কোটি

• জম্মু-কাশ্মীরে গ্যাসলাইন প্রকল্প

• অলাভজনক সংস্থা বিক্রির পরিকল্পনা

• ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ কৃষকদের জন্য

• কৃষিক্ষেত্রে ২০২২-এর মধ্যে কৃষকদের ঋণ বরাদ্দ বেড়ে ধার্য ১৬.৫ লক্ষ কোটি

• গম আর ডাল জাতীয় শষ্যে বাড়ল ন্যূনতম সহায়ক মূল্য, গমের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ

• এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ ২০২২ সালে

• ১.৯৭ লক্ষ কোটি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমে

• ১.১০,০৫৫ কোটি রেল খাতে বরাদ্দ

• এলআইসি-র শেয়ার খোলা বাজারে কেনা যাবে

• সরকারি ব্যাঙ্কে পুনরুজ্জীবন খাতে ২০ হাজার কোটি

• বিমা রাশি ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল

• ব্যাঙ্কে ফিক্সড ডিপোডিটে সুরক্ষা বিমা

• বিমা সংস্থায় ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগ, আগে যা ছিল ৪৯ শতাংশ

• সেবি আইনে পরিবর্তন করা হবে, পরিবর্তন বিমা আইনেও

• সৌরশক্তি খাতে আরও ১ হাজার কোটি টাকা বরাদ্দ

• বিদ্যুৎ সরবরাহে বণ্টনের দায়িত্ব একাধিক বেসরকারি সংস্থাকে

• মেট্রো-লাইড এবং মেট্রো নিউ, দু’টি নতুন প্রকল্প

• তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব

• ৬০০ কিলোমিটার মুম্বই-কন্যাকুমারী করিডর

• খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর

• ৬৭৫ কিলোমিটার সড়ক তৈররি লক্ষ্য বাংলায়

• কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার, পশ্চিমবঙ্গের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২৫ হাজার কোটি টাকা

• জাতীয় সড়ক নির্মাণের কাজ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে

• রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয়, বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন

• ২০টি বড় শহরে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলা হবে

• স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে ৬৪ হাজার ১৮০ কোটির প্যাকেজ

• শিশুদের পুষ্টিকরণে বিশেষ গুরুত্ব, গ্রামাঞ্চলে ১৭ হাজার স্বাস্থ্যকেন্দ্রকে পুনরুজ্জীবিত করা হবে

• সমস্ত জেলায় স্বাস্থ্য ল্যাবরেটরি গড়ে তোলা হবে

• উৎপাদন শিল্পের জন্য ১৩টি জায়গা চিহ্নিত করা হবে

• উন্নত মানের জামাকাপড় তৈরি করতে টেক্সটাইল পার্ক তৈরি করা হবে

• ১ লক্ষ ৪১ হাজার কোটি বরাদ্দ স্বচ্ছ ভারত অভিযানে

• পরিবেশ রক্ষায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ়

• পুরনো গাড়ি দ্রুত বাতিল করা হবে়

• কম বয়সিদের জন্য নতুন সম্ভাবনা তৈরির পরিকল্পনা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.