প্রথম পাতা খবর তৃতীয়বার ক্ষমতা ফেরার ষোলো আনা নিশ্চিত ধরেই এগোচ্ছে ট্রুডো, মিলবে কি সংখ্যাগরিষ্ঠতা

তৃতীয়বার ক্ষমতা ফেরার ষোলো আনা নিশ্চিত ধরেই এগোচ্ছে ট্রুডো, মিলবে কি সংখ্যাগরিষ্ঠতা

53 views
A+A-
Reset

ডেস্ক: তৃতীয়বার ক্ষমতা ফেরার ষোলো আনা নিশ্চিত ধরেই এগচ্ছিলেন ট্রুডো। কানাডার নির্বাচনে সবথেকে বেশি আসন জিততে চলেছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল। প্রাথমিক ট্রেন্ড পর্যালোচনা করে এমনটাই জানিয়েছে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন বা সিবিসি। কিন্তু সরকারের কাছে পর্যাপ্ত আসন না থাকার ফলে অনেক ক্ষেত্রেই সরকারি কাজ পরিচালনার ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলির ওপর ভরসা করতে হচ্ছে তাঁকে। এমনকী বিভিন্ন ক্ষেত্রে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রেও পিছিয়ে আসতে বাধ্য হচ্ছে ট্রুডো প্রশাসন।


গত মাসে কানাডায় হওয়া জনমত সমীক্ষায়, প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়েছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। প্রায় দুবছর আগে তিনি কানাডায় নির্বাচনী প্রক্রিয়ার সূচনা করেছিলেন। ভোট প্রচারে দেশের আম জনতার উদ্দেশে তিনি জানিয়েছিলেন, কোভিড (Covid 19) মোকাবিলায় তার লেফট অব সেন্টার লিবারেল সরকার যেভাবে কাজ করেছে, ভোট দেওয়ার সময় জনগণ সেই বিষয়টি মাথায় রাখবেন।


এমনিতে বিভিন্ন জনমত সমীক্ষা উঠে এসেছিল যে ক্ষমতায় ফিরতে চলেছেন ট্রুডো। নির্বাচনের ফল প্রকাশের প্রাথমিক ট্রেন্ডেও সেই আভাস মিলেছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ তথা হাউন্স অফ কমন্সে (ভারতের লোকসভার মতো) ৩৩৮ টি আসনের মধ্যে ১৩৯ টিতে এগিয়ে আছে শাসক দল লিবারেল। এখনও ভোটগণনা অনেকটাই বাকি আছে। তবে সংসদে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তার থেকে তার দলের আসন সংখ্যা কম রয়েছে।


২০১৫ সালে প্রথমবার কানাডার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ট্রুডো। এবারও সেই কুর্সিতে বসার দিকে এগিয়ে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ৪৯ বছরের ছেলে।  এবার কানাডার ফেডারেল ভোটের প্রচারে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু ছিল করোনাভাইরাসের টিকাকরণ। পুরোপুরি টিকাকরণ হয়ে যাওয়ার দৌড়ে আছে কানাডা। যা ট্রুডো সরকারের বড় কৃতিত্ব হিসেবে দেখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.