প্রথম পাতা খবর ত্রিপুরায় ব্রাত্য-সহ প্রতিনিধি দলের, আইপ্যাক কর্মীদের মুক্ত করে বড় প্রতিবাদের ডাক

ত্রিপুরায় ব্রাত্য-সহ প্রতিনিধি দলের, আইপ্যাক কর্মীদের মুক্ত করে বড় প্রতিবাদের ডাক

78 views
A+A-
Reset

ডেস্ক: আইপ্যাক কর্মীদের মুক্ত করতে ত্রিপুরা পৌঁছল তৃণমূলের প্রতিনিধিদল। কলকাতা থেকে বিমান ধরেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ বুধবার আইপ্যাক সদস্যদের মুক্ত করার পাশাপাশি বৃহস্পতিবার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বড় প্রতিবাদ কর্মসূচিও পালন করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।


বাংলার ছকেই ত্রিপুরায় শক্তিবৃদ্ধির লক্ষ্যে পা রাখছে তৃণমূল। নির্বাচনের আগে স্ট্র‍্যাটেজি সাজাতে ভোট কুশলের পেশাদার সংস্থা I-PAC এর ২৩ জন সদস্য সে রাজ্যে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ‘আটক’ হয়ে পড়েন হোটেলেই৷ এই ঘটনার নেপথ্যে তৃণমূল বিরোধীদের যোগের অভিযোগ এনে বুধবার ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের তিন প্রতিনিধি দল কলকাতা থেকে ত্রিপুরায় পা দিল। তৃণমূলের পক্ষ থেকে ট্যুইটার হ্যান্ডেলে এই কাণ্ডে ব্রাত্যদের ত্রিপুরা যাওয়ার কথা ঘোষণা করে বলা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের চিৎকার জারি থাকবে।


বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু জানিয়ে দেন ত্রিপুরায় পৌঁছে আটক সদস্যদের সঙ্গে আগে দেখা করবেন তাঁরা। বাংলার শিক্ষামন্ত্রীর কথায়, “ওদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। কেন পারব না? এটা তো গণতান্ত্রিক দেশ। প্রয়োজনে সাংবাদিক বৈঠক করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সেখানে যাওয়ার কথা রয়েছে।” 

আরও পড়ুন: ২ বছর পর ফের দশ জনপথে মমতা-সোনিয়া মুখোমুখি, চড়ছে রাজধানীর পারদ


গত রবিবার সন্ধ্যায় খবর আসে সমীক্ষার কাজে ত্রিপুরা যাওয়া আইপ্যাকের ২৩ জনের একটি টিমকে আগরতলার একটি হোটেলে বন্দি করে রেখেছে পুলিশ। এই অগণতান্ত্রিক আচরণের নিন্দায় মুখর হন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ঘটনার বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর অভিষেক নিজেও বৃহস্পতিবার ত্রিপুরায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন।


প্রসঙ্গত, এই ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিষেক। টুইটে তিনি লেখেন, “ত্রিপুরায় তৃণমূল ঠিকঠাক ভাবে পা রাখার আগেই, ভয় পাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে আমাদের জয়ে তাঁরা এতটাই ভীত যে, আইপ্যাকের ২৩ জন প্রতিনিধিকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপির অপশাসনে এই দেশের গণতন্ত্রের মৃত্যু হচ্ছে।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.