প্রথম পাতা খবর অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ৬ জেলায় থাকছে ১০৭১ কোম্পানি 

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ৬ জেলায় থাকছে ১০৭১ কোম্পানি 

62 views
A+A-
Reset

ডেস্ক: রাত পোহালেই ভোট–পঞ্চমী। রক্তস্নাত চতুর্থ দফা থেকে শিক্ষা নিয়ে কমিশন চাইছে সমন্বয় বজায় রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করুক। পঞ্চম দফার ভোট হবে রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে। এই দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।

আর এই দফার ভোটের জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। বাকিদের রাখা হবে রিজার্ভ বেঞ্চে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
ইতিমধ্যেই স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করা, সেনা মোতায়েন. কুইক রেসপন্স টিমের টহল শুরু হয়েছে এই অঞ্চলগুলিতে।

আরও পড়ুন: কোভিড বিধি অমান্য করেই নববর্ষে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট চলল হালখাতার পুজো


পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে  ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধান নগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে  ১৪০ কোম্পানি,শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও ৪ জন কনস্টেবল থাকছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.