প্রথম পাতা খবর মিলল না সমাধানসূত্র, কেন্দ্র-কৃষক পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি

মিলল না সমাধানসূত্র, কেন্দ্র-কৃষক পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি

225 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কৃষকদের সঙ্গে সপ্তম বৈঠকও বিফলে গেল। মিলল না কোনও সমাধান। দু’পক্ষই অবস্থানে অনড় থাকায় এই বৈঠকও ফলপ্রসূ হল না। শুধু ঘোষণা করা হল, পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি দুপুর ২টোর সময়।

সোমবার আলোচনার আগে দিল্লিতে প্রতিবাদরত কৃষকদের মধ্যে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয় আলোচনা।

আলোচনা থেকে বেরিয়ে এসে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘আমরা ফের ৮ জানুয়ারি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। কিন্তু যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন প্রত্যাহার করব না।’

কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, ‘কৃষকরা কৃষি আইন প্রত্যাহার ছাড়া আর কোনও বিষয়ে আলোচনার জন্য রাজি নয়। সরকার প্রচণ্ড চাপে রয়েছে। কেন্দ্র আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকদের আন্দোলন চলবে।’

৪০টি কৃষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যদি ২৬ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কোনও ফয়সালা না হয়, তবে সংযুক্ত কিসান মোর্চার তরফে হাজার হাজার কৃষক ট্রাক্টরে করে রাজধানীতে এসে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। প্রসঙ্গত, ওই দিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ দেশে আসছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.