প্রথম পাতা খবর গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী, বাড়িতেই চিকিৎসাধীন অভিনেত্রী

গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী, বাড়িতেই চিকিৎসাধীন অভিনেত্রী

55 views
A+A-
Reset

কলকাতা: ভোর রাত থেকে গুরুতর অসুস্থ অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন আগেই ভুয়ো টিকা নিয়েছিলেন তিনি। চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোর থেকেই সমস্যা শুরু হয়। জানা গিয়েছে, মিমির রক্তচাপ কমে দিয়েছে। ডিহাইড্রেশন এবং পেটে যন্ত্রণা শুরু হয়েছে। এই মুহূর্তে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। 


ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি। সেই সময় তাঁর পরিচারিকা তাঁর সঙ্গে ছিলেন। অবিলম্বে মিমির সহকারীকে খবর দেওয়া হয়। আসেন চিকিৎসক। তবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে এই অসুস্থতা।


দিন কয়েক আগে কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকেই ‘টিকা’ নিয়েছিলেন মিমি চক্রবর্তী। তিনিই প্রতারক দেবাঞ্জন দেবের পর্দা ফাঁস করেন। জানা যায়, ভুয়ো ক্যাম্প চালিয়ে কলকাতা-সহ শহরতলিতে ভুয়ো ভ্যাকসিন দিতেন ধৃত দেবাঞ্জন দেব। পুলিসি তদন্তে জানা যায়, কসবার ক্যাম্পে কোভিশিল্ডের নাম করে অ্য়ামিকাসিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। Amikacin-এর ভায়েলের উপর কোভিশিল্ডের স্টিকার লাগিয়ে, সেই ওষুধ সাধারণ মানুষকে টিকা বলে দিয়েছিলেন অভিযুক্ত দেবাঞ্জন দেব। যদিও সেই ভুয়ো টিকার প্রভাবেই, অভিনেতা-সাংসদের শরীর খারাপ হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।  

আরও পড়ুন: নবান্নের প্যাড জাল, পুর অফিসার পরিচয়ে ওষুধ কেনা, দেবাঞ্জনের আরও প্রতারণার রহস্য ফাঁস

ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনের ভুটো টিকা করণ কেন্দ্রে যাঁরা টিকা নিয়েছিলেন তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করবে পুরসভা। আজই কসবা এবং সিটি কলেজে বিশেষ ক্যাম্প করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। সেখানে সকলকে যোগাযোগ করতে বলা হয়েছে। কসবা কাণ্ড নিয়ে তৎপর কলকাতা পুলিশও। দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চলেছে কলকাতা পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.