প্রথম পাতা খবর বুলেট ট্রেন প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোদরেজের আবেদন খারিজ করে বলল হাইকোর্ট

বুলেট ট্রেন প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোদরেজের আবেদন খারিজ করে বলল হাইকোর্ট

55 views
A+A-
Reset

মুম্বই-অমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য বিক্রোলিতে তাদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে আদালতে গিয়েছে ‘গোদরেজ অ্যান্ড বয়েস’। সংস্থার আবেদন খারিজ করে দিল বোম্বে হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের এই রায়ে বলা হয়েছে, বুলেট ট্রেন প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই অনেক বিলম্ব হয়েছে, আর সময় অপচয় করা যাবে না।

হাইকোর্ট বলেছে, এই অধিগ্রহণে কোনো অনিয়ম নেই। একই সঙ্গে আরও বলা হয়, বুলেট ট্রেন হল দেশের স্বপ্নের প্রকল্প এবং তাই পাঁচ বছর দেরি করা যাবে না। ইতিমধ্যেই একের পর এক বিতর্ক প্রকল্পটিকে বিলম্ব করেছে। এটা আর বাড়িয়ে নিয়ে যাওয়া উচিত নয়।

আদালতে দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দেন বিচারপতিরা। রায় স্থগিত করার আবেদনও খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট।

মুম্বই-অমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য ৩৯,২৫২ বর্গ মিটার (৯.৬৯ একর) কর্পোরেট জমি কেনার জন্য ডেপুটি কালেক্টরের ২৬৪ কোটি টাকার ক্ষতিপূরণ ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়েছিল গোদরেজ। দাবি করা হয়েছিল, এই পরিমাণ ছিল ৫৭২ কোটি টাকার প্রাথমিক প্রস্তাবের একটি ছোটো অংশ মাত্র। ২০১৯ সাল থেকে, কোম্পানির মালিকানাধীন জমি অধিগ্রহণ নিয়ে গোদরেজ এবং সরকারের মধ্যে বিরোধ চলছে।

উল্লেখ্য, ৫০৮.১৭ কিলোমিটার ট্রেন ট্র্যাকের যে ২১ কিলোমিটার পথ মুম্বই এবং অমদাবাদকে সংযুক্ত করবে, তা ভূগর্ভস্থ হবে। বিক্রোলিতে ভূগর্ভস্থ পথের একটি প্রবেশদ্বার যে জায়গায় হওয়ার কথা, সেটা গোদরেজের মালিকানাধীন। সংস্থার অভিযোগ, জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় বেনিয়ম হয়েছে। অন্য দিকে, আইনি জটিলতায় প্রকল্পের কাজ থমকে যাওয়ায় গোদরজেরে বিরুদ্ধে খরচ বৃদ্ধির অভিযোগ এনেছে রাজ্য।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.