প্রথম পাতা খবর প্রতিটি পরিবারে পানীয় জল সরবরাহে দেশের মধ্য সেরা বাংলা

প্রতিটি পরিবারে পানীয় জল সরবরাহে দেশের মধ্য সেরা বাংলা

44 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যের সাফল্যের মুকুটে আরও এক পালক। বাড়ি বাড়ি নলবাহিত জল সরবরাহে ফের দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে দিল্লির বিজ্ঞান ভবনে শীর্ষস্থান দখল করার স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের হাতে।

মঙ্গলবার টুইট করে রাজ্যের এই নজরকাড়া সাফল্য ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার সংখ্যায় উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেতে চলেছে বাংলা। জনসেবা দিতে বদ্ধপরিকর রাজ্যের সরকারি কর্মীরা। এই পুরস্কার সেই ধারাবাহিক ও নিরলস চেষ্টারই ফসল”।

প্রসঙ্গত, ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারে পানীয় জল জল সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে এই প্রকল্প রূপায়ণের কাজ করছে রাজ্য সরকারগুলি। প্রকল্প রূপায়ণে কেন্দ্র দেয় ৫০ শতাংশ, বাকিটা বহন করতে হয় রাজ্যকে।

এ দিকে, রাজ্য সরকারের ‘জল স্বপ্ন’ প্রকল্প আসলে কেন্দ্রের ‘জল জীবন’ মিশন বলে কিছু দিন ধরেই সরব হয়েছে বিজেপি। যদিও জল জীবন মিশন আসলে নরেন্দ্র মোদী সরকারেরও মস্তিষ্কপ্রসূত নয়। মনমোহন সিংহ জমানায় গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহের জন্য একটি প্রকল্প ছিল। সেটির নাম ছিল ‘জাতীয় গ্রামীণ পানীয় জল সরবরাহ প্রকল্প।’ কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক তা বাস্তবায়িত করত। মোদী জমানায় সেই প্রকল্পের নতুন নাম রাখা হয় ‘জল জীবন মিশন’।

আরও পড়ুন: পুজোর সময় বাড়ি ফিরে যান, আন্দোলন প্রত্যাহারের আর্জি শিক্ষামন্ত্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonliy24. All Right Reserved.