প্রথম পাতা শরীরস্বাস্থ্য কাজপাগলদের মানসিক রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভবনা, বলছে সমীক্ষা!

কাজপাগলদের মানসিক রোগে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভবনা, বলছে সমীক্ষা!

280 views
A+A-
Reset

ওয়েবডেস্ক : কাজের প্রতি নিষ্ঠা আপনাকে এনে দিয়েছে ভালো অ্যাপরাইজাল, মোটা অঙ্কের ইনক্রিমেন্ট। কিন্তু কেড়ে নিয়েছে পরিবার, বন্ধু বান্ধব, দুঃখ-হাসি শেয়ার করার মুহূর্ত। আপনার জীবন কি এভাবেই চলছে?

তাহলে জেনে রাখুন, আর বেশিদিন এভাবে মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না। শেষ স্টেশনে পৌঁছানোর আগেই ব্রেকফেল করবে গাড়ি। আর আপনার পরিবর্তে তরতাজা কর্মচারী নিয়ে আসবে আপনার সংস্থা।

কেন হবে এমনটা? কারণ, অতিরিক্ত কাজ আর একঘেয়ে জীবন আপনার মানসিক শান্তি কেড়ে নেবে। মানসিক অবস্থা দুর্বল হয়ে অবসাদে চলে যাবেন আপনি। ব্যাঙ্কে মোটা অঙ্কের টাকা থাকলেও ভোগ করা হবে না।

এমনকি আপনার কাজ আপনার রাতের ঘুম কেড়ে নেবে। রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হবে আপনাকে। ঘিরে ধরবে অকারণ দুশ্চিন্তা।

আরও পড়ুন : সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যস মেনে চলুন এই ৫ টিপস

সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ‍্য। কিছু কাজ-পাগল একা মানুষ এবং যারা কাজ ছাড়াও পরিবার, বন্ধু, প্রিয় মানুষ, ঘুরতে যাওয়া নিয়ে ভরপুর জীবন কাটাচ্ছেন, এই দুই ধরণের কর্মীদের তুলনা করে সমীক্ষা চালানো হয়।

সেখানেই উঠে আসে এই মারাত্মক তথ্য। দেখা গেছে, কাজের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত কর্মচারীদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আর ফুরফরে ভাবে তরতাজা শরীর নিয়ে অবসর জীবনের দিকে এগোচ্ছেন বাকিরা।

এবার আপনিই ঠিক করুন, কোন জীবনটা আপনি চান?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.