প্রথম পাতা খবর আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ

48 views
A+A-
Reset

ডেস্ক: আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে তালিবানরা। পরিস্থিতি বেসামাল, আফগানিস্তান দখলে পথে তালিবান! আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি অবশেষে পদত্যাগ করলেন। এবং সেইসঙ্গে শুরু হয়ে গেল আফগানিস্তানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। তালিবানরা বিনা যুদ্ধে কাবুল দখলের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করল। সমঝোতার মাধ্যমেই হস্তান্তর হল ক্ষমতা। কাবুলে হামলা না হওয়ার শর্তে আফগান প্রেসিডেন্ট ক্ষমতা হ্স্তান্তরে সহমত হন।


আফগান প্রেসিডেন্টের বাসভবনে তালিবান নেতা আবদুল গনি বরাদরের সঙ্গে আলোচনা হয়। আলোচনায় ছিলেন কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরা। প্রেসিডেন্টের বাসভবনে চুক্তি হয়েছে- কোনও হামলা নয়, দেশে শান্তি স্থাপন করতে হবে। তাহলে তালিবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে তাঁর কোনও আপত্তি নেই।


কাবুল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জালালাবাদের দখল নিয়েছে তালিবানরা। এরপরই চারদিক থেকে কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে তারা। বেলা বাড়তেই উত্তপ্ত পরিস্থিতির খবর মেলে। একদিকে শোনা যায়, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন। অন্যদিকে,অনেক বাসিন্দাই আবার বিনা প্রতিরোধে তালিবান সেনাকে স্বাগত জানাচ্ছে।


কাবুলে প্রবেশের আগেই তালিবানদের তরফে জানানো হয়েছে, মানুষ যাতে হিংসার বলি না হন, তার জন্য যুদ্ধ এড়িয়ে সমঝোতার রাস্তায় হেঁটেছেন। কাবুলের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা চান না তালিবানরা। তারা কোনও রক্তক্ষয়ী সংঘর্ষ চায় না। কাউকে শহর ছেড়েও যেতে হবে না। সকলকে বাড়িতেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। আপাতত তালিবান সেনাদেরও শহরে ঢুকতে বারণ করা হয়েছে।তালিবানদের তরফে শান্তির বার্তা দেওয়া হলেও বিভিন্ন সূত্রে খবর মিলেছে কাবুলের নানা প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন: মাতঙ্গিনী হাজরা অসমের! মোদীর বেফাঁস মন্তব্য, ‘বাংলার অপমান’,তোপ তৃণমূলের

সাহায্যের হাত ভারতের


অন্যদিকে, আফগান নাগরিকদের আশ্রয় দেওয়া সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বিভিন্ন সময়ে ভারতকে সাহায্য করেছেন, এমন আফগান নাগরিকের সংখ্যা কম নয়। বিপদের সময়ে তাঁদের পাশে দাঁড়াবে নয়াদিল্লি। বাদ যাবেন না সাংবাদিক, লেখক, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও। জানা গিয়েছে, এঁদের সকলকেই ভারতের থাকার জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হবে। তবে, পরিকল্পনা রূপরেখা চূড়ান্ত হয়নি এখনও। কতইজন বা ভিসা পাবেন? সেটাও জানা যায়নি। স্রেফ ভারতই নয়, আফগান নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে আমেরিকা, কানাডার মতো দেশও।

ভারতের মতোই সাহায্যকারী আফগানদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বাইডেন প্রশাসন। 
আফগানিস্তান প্রশাসনের পাশ থেকে আগেই সরে গিয়েছে জার্মানি, ফ্রান্স সহ একাধিক দেশ। আমেরিকার তরফেও সাফ জানানো হয়েছে যে, সেনা প্রত্যাহর বন্ধ করা হবে না। এ দিন সকালেই মার্কিন দূতাবাস থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। জানা গিয়েছে, আকাশপথে মার্কিন নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.